২০১০ সালে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডোমখালী গ্রামের দৌলত সরদার বাড়িতে এক মহৎ স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করে ‘জিন্ নুরাইন নূরানী মাদ্রাসা ও এতিমখানা’। এলাকার কতিপয় শিক্ষানুরাগী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী দ্বীনি শিক্ষা প্রদানের মাধ্যমে সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে।
১০ শতক জমির উপর প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় রয়েছে একটি দৃষ্টিনন্দন দোতলা পাকা ভবন, যেখানে মোট ৮টি কক্ষ আছে। এর মধ্যে ৬টি প্রশস্ত শ্রেণিকক্ষ, ১টি সুসজ্জিত অফিস কক্ষ এবং ১টি মেহমানখানা। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মাদ্রাসার সামনে রয়েছে একটি সুন্দর খেলার মাঠ, যেখানে প্রতিদিন ছুটির পর শিশুরা প্রাণবন্ত খেলায় মেতে ওঠে। এছাড়াও, মাদ্রাসার পাশে রয়েছে একটি পুকুর, একটি নলকূপ এবং ৩টি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন।
প্রতিষ্ঠার প্রথম দিকে মাদ্রাসাটি নূরানী নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করত। কিন্তু সময়ের সাথে সাথে এর সুনাম ও চাহিদা বৃদ্ধি পাওয়ায়, ২০২২ সালে চতুর্থ শ্রেণি এবং ২০২৩ সালে পঞ্চম শ্রেণি খোলা হয়। বর্তমানে পরিচালক মাওলানা রাশেদুল ইসলাম হাবিবী এবং কমিটির সুচিন্তিত সিদ্ধান্তে এখানে মোট ৬টি ক্লাস চলমান রয়েছে।
শিক্ষার মানের প্রতি এই প্রতিষ্ঠানের অঙ্গীকারের প্রমাণ মেলে প্রতি বছর তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায়। শিক্ষার্থীরা এখানে নিয়মিত ভালো ফলাফল লাভ করে এবং অনেকে বৃত্তিও পেয়ে থাকে। বর্তমান প্রধান শিক্ষকের সুযোগ্য তত্ত্বাবধানে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং পাবলিক পরীক্ষাগুলোতেও শিক্ষার্থীরা আশানুরূপ ফল করছে।
‘জিন্ নুরাইন নূরানী মাদ্রাসা ও এতিমখানা’ কেবল একটি শিক্ষালয় নয়, এটি অসহায় ও দরিদ্র শিশুদের জন্য একটি নিরাপদ আশ্রয় ও শিক্ষাকেন্দ্র। গরিব, অসহায় এবং এতিম শিশুদের সর্বোচ্চ সহযোগিতা করা হয়, যাতে তারা নিজেদের জীবন গড়ে তোলার সুযোগ পায়। একইসাথে, এই প্রতিষ্ঠানটি এলাকার শিশুদের মধ্যে ইসলামী মূল্যবোধ এবং নৈতিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
এটি শুধুমাত্র একটি মাদ্রাসা নয়, এটি একটি স্বপ্ন, একটি বিশ্বাস এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রতিচ্ছবি।