May 28 2025
ইভেন্ট ১: ভর্তি কার্যক্রম
-
তারিখ: ২০ নভেম্বর- ২০২৫
-
সময়: সকাল ১০টা – ১২টা
- বিবরণ: নতুন শিক্ষার্থীদের জন্য অগ্রিম ভর্তি শুরু হবে।
- নতুন শিক্ষার্থীদের জন্য: শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, জন্ম নিবন্ধনের ফটোকপি, পিতা ও মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি,অভিভাবকের হোয়াটস্যাপ নাম্বার ( অন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে এলে প্রত্যয়ন পত্র) সঙ্গে নিয়ে অফিসে জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে।
পুরাতন শিক্ষার্থীদ: উপরের সবকিছু অফিসে জমা দেওয়া থাকলে শুধু বার্ষিক পরীক্ষার মার্কসীট সঙ্গে নিয়ে আসতে হবে।
অনলাইন ভর্তি: চাইলে অনলাইলে সবকিছু দিয়ে ভতি হতে পারবে।
https://zinnurainmadrasamirsharai.top/sms/admission/admission-student.php