ছাত্রদের ইউনিফর্ম
পাঞ্জাবি ও পায়জামা:
রং: সম্পূর্ণ নেভি ব্লু রঙের পাঞ্জাবি এবং পায়জামা।
টুপি: সাদা রঙের সুতা বা কাপড়ের ।
ব্যাজ: পান্জাবীর বুক পকেটের জায়গায় লাগিয়ে রাখতে হবে।
ছাত্রীদের ইউনিফর্ম
জামা, পায়জামা ও হিজাব:
রং: সম্পূর্ণ নেভি ব্লু রঙের ।
হিজাব: সাদা স্কার্ফ বা হিজাব পরতে হবে। হিজাবটি সঠিকভাবে মাথা ও বুক পর্যন্ত ঢাকা থাকতে হবে।
ব্যাজ: স্কার্ফ বা হিজাবের উপরে বুকর বাম পাশে লাগিয়ে রাখতে হবে।